
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে উকিল বর্মণের বাড়ি যাওয়ার পথে বিজেপি প্রতিনিধি দলকে ঘিরে গো-ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে উকিল বর্মণের সঙ্গে শীতলকুচিতে তাঁর বাড়িতে দেখা করতে আসেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পথে বিজেপি বিধায়কদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সঙ্গে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পরে শীতলকুচি থানার পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে বিধায়করা উকিল বর্মণের বাড়িতে যান। সেখানে গিয়ে উকিল বর্মণ ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, জমিতে চাষ করতে গিয়ে কোচবিহারের বাসিন্দা উকিল বর্মণকে অপহরণ করে বাংলাদেশের দুষ্কৃতীরা। তাঁকে বিজিবি উদ্ধার করে এবং ওই দেশের পুলিশের হাতে তুলে দেয়। এরপর বাংলাদেশের আদালতের নির্দেশে উকিলকে জেলে পাঠানো হয়। বুধবার রাতে ভারতে ফেরেন উকিল। তাঁকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি এবং বিএসএফ উকিলকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ উকিলকে বাড়ি পৌঁছে দেয়। রাতেই তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের জেলা নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিজেপি নেতৃত্ব যখন উকিলের বাড়ি যাচ্ছিলেন তখন পথে এই ঘটনা ঘটে।
তৃণমূলের অভিযোগ, উকিল বর্মণকে বাংলাদেশী দুষ্কৃতিরা অপহরণ করার ২৮দিন কেটে গেলেও কোনো বিজেপি নেতা আসেননি এবং তাঁর পরিবারের খোঁজ খবর নেননি। এলাকার বিজেপি বিধায়ক বরেন্দ্রনাথ বর্মণ উকিল বর্মণের বাড়ি এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুই থেকে চার দিনের মধ্যে উকিল বর্মণকে বাংলাদেশ থেকে বের করে আনার ব্যবস্থা করা হবে। কিন্তু কোনো কিছুই তাঁরা করতে পারেনি। এখন যখন উকিল বর্মণ বাড়ি ফিরে এসেছেন তখন বিজেপি ফুটেজ খেতে তাঁর বাড়িতে আসছে। তাই এলাকার তৃণমূল কংগ্রেস ও সাধারণ মানুষ একসঙ্গে বিজেপি বিধায়কদের গাড়ি আটকে ‘গো-ব্যাক’ স্লোগান ও বিক্ষোভ দেখায়।
এবিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, ‘এখানে আসার পর মনে হচ্ছে উকিল বর্মণের আসার ক্রেডিটটা স্থানীয় তৃণমূল বা জেলা তৃণমূল নেতৃত্ব একা নিতে চান। তাই তাঁরা বিরোধী কাউকে উকিল বর্মণের বাড়িতে আসতে দিতে চাইছেন না। যেহেতু বিষয়টা কেন্দ্রীয় সরকারের এবং দেশের সরকার ও বিএসএফ যথার্থ ভূমিকা নিয়েছে, তাই বিএসএফকে ধন্যবাদ জানাই। তবে যেভাবে বিজেপি বিধায়কদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা চড়াও হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
অবশেষে বাড়ি ফিরছেন পূর্ণম, অপেক্ষায় রিষড়াবাসী
হ্যাঁচকা টানে ছিঁড়ে গেল বৃদ্ধার কান, চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি, হাওড়ায় রক্তারক্তি কাণ্ড
গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া, বিধ্বংসী আগুনের কবলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই শাখা
নন্দীগ্রামে এক ব্যক্তির রহস্যমৃত্যু, পরিবারের দাবি ঘিরে উত্তেজনা ছড়াল
বাড়ি গিয়েই খবর পান 'আগুন লেগেছে', কেকের দোকানে পৌঁছে যা দেখলেন মালিক
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও